Site icon Jamuna Television

৫ টাকা কমেছে জ্বালানি তেলের দাম, বাসভাড়াও কি কমবে?

তেলের দাম লিটারে ৫ টাকা কমলেও ভোক্তা পর্যায়ে এ নিয়ে তেমন কোনো স্বস্তি নেই। কারণ, বেড়ে যাওয়া কোনো কিছুর দামই এতে কমেনি। বাস ভাড়াও নেয়া হচ্ছে আগের মতোই। যদিও বাস মালিক সমিতির নেতারা বলেছেন, সরকার আবার ভাড়া সমন্বয় করে দিলে মেনে নেবেন তারা।

সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ১০৯ টাকায়, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

কিন্তু সকালে বাস ভাড়ায় এর কোনো প্রভাব নেই। যাত্রীদের অভিযোগ, তেলের দাম বাড়ার সাথে সাথে যেভাবে ভাড়া বেড়ে গিয়েছিল, এখন দাম কমলেও ভাড়া আছে আগের মতোই বাড়তি। এ বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি কামনা করেন তারা।

একই সাথে পণ্য পরিবহনেও খরচ কমেনি, তাই জিনিসপত্রের দামেও তেলের নতুন মূল্যের কোনো প্রভাব নেই। এ নিয়ে কথা হয়, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে। যমুনা নিউজকে তিনি জানান, আনুষাঙ্গিক সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় এই মুহূর্তে বাসভাড়া কমানো কঠিন। তবে সবকিছু সরকারের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য তার। পরিবহন, মালিক সমিতি, বিআরটিএসহ সংশ্লিষ্টরা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version