Site icon Jamuna Television

জিডিপির অভিলাষ সংযত করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার তাগিদ দেবপ্রিয় ভট্টাচার্যের

জিডিপির অভিলাষকে সংযত করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার তাগিদ দিয়েছেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন, ইআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সিপিডির এই ফেলো বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে অর্থনীতিতে টানাপোড়েন তৈরি হয়েছে। এই ধাক্কা সামলাতে সরকারিভাবে স্বল্পমেয়াদী উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

গেল এক দশকে দেশের অর্থনীতিতে মাইলফলক অর্জন হয়েছে। এই অর্জন ধরে রাখতে তিনি প্রাতিষ্ঠানিক সংস্থারের আহ্বান জানানতিনি। বলেন, তা না করা হলে এ অর্জন টেকসই হবে না। এর ধারাবাহিকতা ধরে রাখাও চ্যালেঞ্জর মুখে পড়বে।

/এডব্লিউ

Exit mobile version