Site icon Jamuna Television

সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না: হাইকোর্ট

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সম্রাটের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানিতে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের শুনানি ও আদেশের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ঠিক করে দিয়েছেন হাইকোর্ট। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান গত ২২ আগস্ট সম্রাটকে শর্ত সাপেক্ষে জামিন দেয়। এ মামলায় জামিনের মধ্য দিয়ে সম্রাট মুক্তি পান।

ওই জামিন আদেশ বাতিল চেয়ে গতকাল সোমবার আবেদন করে দুদক। যার শুনানি হয় আজ মঙ্গলবার।

/এমএন

Exit mobile version