Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের মামলায় আসামি মো. কবির হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামি কবির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চররমনী মোহন গ্রামের আবু সাঈদ মাঝির ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় সিপিসি-৩ এর র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব। এনিয়ে র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মাহমুদ হাসান জানান, চাঞ্চল্যকর এই ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারের জন্য উদ্যোগী হয় র‍্যাব। এরপর প্রযুক্তি সহায়তায় আসামি কবির হোসেনের অবস্থান নিশ্চিত হওয়ার পর চট্টগ্রামের নয়াবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর মডেল থানার মাধ্যমে আসামি কবির হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে মধ্য চররমনী মোহন গ্রামের ৭০ বছরের বৃদ্ধা ওই নারী রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা কবির হোসেন বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার বৃদ্ধা নারীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে কবির পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে লক্ষ্মীপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এসজেড/

Exit mobile version