দখলকৃত খেরসনে ইউক্রেনীয় বাহিনীর হামলার মুখে ধরাশায়ী হয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার (৩০ আগস্ট) এ তথ্য জানায় ইউক্রেনের প্রশাসন।
ইউক্রেনের দাবি, রুশ সেনাঘাঁটি লক্ষ্য করে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। স্থলভাগে অভিযানের পাশাপাশি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে আকাশ পথে। বিপুল পরিমাণ সেনা হতাহতের দাবিও কিয়েভের।
ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর বলছে, কয়েক ঘণ্টার ভেতর অঞ্চলটিতে ভেঙে পড়বে রুশ বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা। তিনটি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছে জেলেনস্কি প্রশাসন।
আরও পড়ুন: প্রাণে বাঁচতে চাইলে দ্রুত ইউক্রেন ছাড়ুন, রুশ সেনাদের হুঁশিয়ার করলেন জেলেনস্কি
এদিকে মস্কোর পাল্টা দাবি, মিকোলাইভ এবং খেরসনে হামলার চেষ্টা চালায় ইউক্রনীয় সেনারা। তবে তা সফলভাবে প্রতিহত করেছে রুশ বাহিনী। এ সময় অনেক ইউক্রেনীয় সেনা হতাহতের কথাও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: পলিটিকো।
জেডআই/

