Site icon Jamuna Television

সাড়ে ১৪ কোটি বছরের পুরানো ডাইনোসরের কঙ্কালের সন্ধান মিলেছে পর্তুগালে

ছবি: সংগৃহীত

পর্তুগালে সন্ধান মিলেছে সাড়ে ১৪ কোটি বছরের পুরানো ডাইনোসরের কঙ্কাল। পোমবাল এলাকা থেকে জীবাশ্মটি উদ্ধার করেছেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, সন্ধান পাওয়া কঙ্কালটি ব্রাকিওসোরাস প্রজাতির অন্তর্ভুক্ত। এটি প্রায় ৮২ ফুট লম্বা। যা ইউরোপ অঞ্চলে পাওয়া সবচেয়ে বড় ডাইনোসরের জীবাশ্ম বলে ধারণা করছেন তারা। জীবাশ্মটির আবাসস্থল, আকৃতিসহ সকল রহস্য উদঘাটনে গবেষণা চালানো হচ্ছে। ডাইনোসর গবেষণায় এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও প্রত্যাশা তাদের। ২০১৭ সাল থেকে এলাকাটিতে গবেষণা চালাচ্ছেন তারা।

আরও পড়ুন: রানি ভিক্টোরিয়ার অনুমোদনের ১৮০ বছর পর ব্রিটিশ শহরের স্বীকৃতি পেলো জিব্রালটার

গত বছরের অক্টোবরে নিলামে বিক্রি হয়েছিল ৬ কোটি ৬০ লাখ বছর আগের ডাইনোসরের ফসিল। প্রায় ৬৭ কোটি টাকায় এটি কিনে নিয়েছিলেন এক ব্যক্তি। ২০২০ সালে নিউইয়র্কে ৬ কোটি ৭০ লাখ বছর আগের ডায়নোসরের একটি ফসিল নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয়েছিল রেকর্ড ৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলারে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

জেডআই/

Exit mobile version