আব্দুল জব্বার স্মরণে

|

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আবদুল জব্বার (১৯৩৭-২০১৭)।

১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের মনোবল ও প্রেরণা যোগাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধকালে আবদুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। সে সময়ে গান গেয়ে পাওয়া ১২ লাখ টাকাও তিনি দান করেছিলেন স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে।

এরপর, ১৯৭৮ সালে ‘সারেং বৌ’ সিনেমাতে আলম খানের সুরে তার গাওয়া ‘ও রে নীল দরিয়া’ গানটিও ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। ২০১৭ সালে প্রকাশিত হয় ‘কোথায় আমার নীল দরিয়া’ শিরোনামে তার প্রথম ও একমাত্র মৌলিক অ্যালবাম।

সঙ্গীতে অসামান্য অবদানের জন্য আব্দুল জব্বার পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। অর্জন করেছেন একুশে পদক, স্বাধীনতা পুরষ্কার, বঙ্গবন্ধু স্বর্ণপদক, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।     

কিংবদন্তী এ শিল্পী অসুস্থ থাকাকালীন বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও তার পাশে এসে দাঁড়ান নানান শ্রেণী-পেশার মানুষ। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে ২০১৭ সালের আজকের দিনে কীংবদন্তী আবদুল জব্বার চলে যান না ফেরার দেশে।

পাঁচ বছর হয়ে গেলো এ কিংবদন্তির মহাপ্রস্থানের। কিন্তু তার ভরাট কণ্ঠে গাওয়া ‘জয় বাংলা’ গানটি আজও রয়ে গেছে। এখনও তার `সালাম সালাম হাজার সালাম` ছাড়া পূর্ণতা পায় না ভাষা দিবসের প্রভাতফেরী। বাংলা গানের এ কালজয়ী গায়ক এভাবেই বেঁচে থাকবেন তার কালজয়ী সব গানের মাঝে।

/এসএইচ       


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply