Site icon Jamuna Television

৯ গোল খাওয়ার তিনদিনের মধ্যেই চাকরি থেকে বরখাস্ত বোর্নমাউথ কোচ

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিরুদ্ধে বিশাল ব্যাবধানে হারের তিন দিন পর চাকরি হারাতে হলো বোর্নমাউথের কোচ স্কট পার্কারকে।

লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৯-০ গোলে হেরেছে বোর্নমাউথ। লিভারপুলের দাপুটে ফুটবলে টিকতেই পারেনি আসরের নবাগত দলটি। প্রথমার্ধে পাঁচটি ও দ্বিতীয়ার্ধে চারটি গোলে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে লিভারপুল।

ম্যাচে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনো ও লুইস ডিয়াজ। একটি করে গোল করেন ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভার্জিল ভন ডাইক, ফাবিও কারভালিও এবং হার্ভি এলিয়ট। আত্মঘাতী গোল করেন বোর্নমাউথের ক্রিস মেফাম।

ম্যাচের তিনদিন পরই কোচ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় বোর্নমাউথ কর্তৃপক্ষ। ক্লাবের মালিক ম্যাক্সিম ডেমিন জানান, দল ক্লাবের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।

আরও পড়ুন: আয়াক্স থেকে ম্যান ইউতে যোগ দিচ্ছেন ব্রাজিলের অ্যান্হনি

জেডআই/

Exit mobile version