Site icon Jamuna Television

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

আর কয়েক ঘণ্টা পরেই এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য টাইগার একাদশ নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তুঙ্গে।

ভারত-পাকিস্তানের মতো বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ খুব বেশি না উঠলেও সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই। সাকিব আল হাসানের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলে জয়ের প্রত্যাশাই করছেন সমর্থকেরা।

টি২০ দলের নেতৃত্বে সাকিবের তৃতীয় হলেও কোচ শ্রীরামের প্রথম মিশন। গত এক সপ্তাহে খেলোয়াড়দের হয়তো খুব ভালোভাবে বুঝেও উঠেতে পারেননি তিনি। এশিয়া কাপে তাই সাকিবের ওপরই পুরোপুরি নির্ভর করতে হচ্ছে কোচকে। সাকিবও কোচের প্রতি সম্মান রেখে সমন্বিত পরিকল্পনা নেয়ার চেষ্টা করছেন প্রথম থেকেই। একাদশ বেছে নিতে ঘণ্টার পর ঘণ্টা মিটিং হয়েছে টিম ম্যানেজমেন্টের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরাতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

ইউএইচ/

Exit mobile version