Site icon Jamuna Television

মুজিব-রশিদের আঘাতে ওপেনারদের পর সাকিব-মুশফিক সাজঘরে

ছবি: সংগৃহীত

টপ অর্ডারের পর দেখতে দেখতেই অনাবৃত হয়ে যাচ্ছে বাংলাদেশের পুরো ব্যাটিং লাইনআপ। মুজিব উর রেহমানের প্রতি ওভারেই উইকেট নেয়ার ধারাবাহিকতার পর রশিদ খানের আগমনে ব্যাটিং ব্যর্থতার চেনা পথেই হাঁটছে বাংলাদেশ। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান।

ভয়ডরহীন ক্রিকেট খেলার ঘোষণা এসেছিল টাইগারদের পক্ষ থেকে। তবে সেই গর্জনকে এখন পর্যন্ত অসার বলেই প্রতীয়মান করে কেবল সাজঘরেই ফেরেনি চার বাংলাদেশি ব্যাটার, রানও এসেছে ওভারপিছু ৫ এরও কম হারে। মুজিব উর রেহমান তার ৩ ওভারের প্রতিটিতেই নিয়েছেন উইকেট। একে একে তিনি আউট করেছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় ও অধিনায়ক সাকিব আল হাসানকে। এর মাঝে দুই অংকের ঘরে যেতে পেরেছেন একমাত্র ব্যাটার হিসেবে একাধিক বাউন্ডারি মারা সাকিব। ক্রস ব্যাটে মুজিবকে খেলতে গিয়ে ত্যার বোল্ড হওয়াটাই বাংলাদেশের ইনিংসে তৈরি করেছেন সর্ববৃহৎ ক্ষত।

এরপর বোলিংয়ে এসে রশিদ খান তার প্রথম ওভারেই তুলে নিয়েছেন মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ উইকেট। মাহমুদউল্লাহর সাথে এখন ক্রিজে আছেন দলের সহ-অধিনায়ক আফিফ হোসেন। চিরাচরিত ব্যাটিং ব্যর্থতাকে ভুলিয়ে দেয়ার শপথ নিয়ে সেটাই ভুলে বসার উপক্রম এখন বাংলাদেশের।

/এম ই

Exit mobile version