Site icon Jamuna Television

গুরবাজকে বিপজ্জনক হতে দিলেন না সাকিব

ফাইল ছবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলা রাহমানুল্লাহ গুরবাজকে আজ আর বিপজ্জনক হতে দিলেন না সাকিব আল হাসান। ইনিংসের শুরু থেকেই স্ট্রাইক বোলার হিসেবে বল করে রানের গতি আটকে রাখার সাথে আফগান ওপেনার রাহমানুউল্লাহ গুরবাজকে আউট করে টাইগার শিবিরে ক্ষণিকের স্বস্তি ছড়িয়েছেন দলপতি সাকিব।

সাকিবের হাত ধরে প্রথম উইকেটের দেখা আরও আগেই পেতে পারতো বাংলাদেশ। কিন্তু লং অনে গুরবাজের ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এই ক্যাচ মিসে বড় কোনো ক্ষতির আগেই দলকে গুরবাজের বিপদ থেকে রেহাই দেন সাকিব। ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে গুরবাজকেও পরাস্ত করে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। ১৮ বলে ১১ রান করে আউট হন রাহমানুল্লাহ গুরবাজ। এখন হযরতুল্লাহ যাযাইয়ের সাথে ব্যাট করছেন ইবরাহিম জাদরান। প-রতিবেদনটি লেখার সময় আফগানিস্তানের রান ছিল ৮ ওভারে শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান। জয়ের জন্য ৭২ বলে ৯১ রান করতে হবে আফগানিস্তানকে।

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে মুজিব উর রেহমান ও রশিদ খানের স্পিন ঘূর্ণির সামনে অনেকটাই যেন অসহায় আত্মসমর্পণ করে টাইগার টপ ও মিডল অর্ডার ব্যাটাররা। শেষদিকে মোসাদ্দেক হোসেনের ৩১ বলে ৪৮ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে সাকিব বাহিনী।

/এম ই

Exit mobile version