Site icon Jamuna Television

ম্যাচ হারের পেছনে টপ অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করলেন সাকিব

ফাইল ছবি।

আফগানিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে পরাজয়ের পেছনে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ পরবর্তী আলাপচারিতায় তিনি বলেন, প্রথম ৭/৮ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে ফেরা সব সময়ই কঠিন।

ব্যাটারদের ব্যর্থতার পরও যে ম্যাচে অনেক সময় পর্যন্তই টিকে ছিল বাংলাদেশ, সেজন্য বোলারদের কৃতিত্ব দিয়েছেন সাকিব। তিনি বলেন, উইকেটের হিসেবে আমরা ১০-১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা চমৎকার বল করেছে। বিশেষ করে ১৫ ওভার পর্যন্ত বোলারদের দারুণ পারফরমেন্সই আমাদের ম্যাচে টিকিয়ে রাখে। আফগানিস্তান যেভাবে ম্যাচটি শেষ করেছে সে কৃতিত্ব তাদের দিতেই হবে।

নাযিবুল্লাহ জাদরানের ক্যামিওতেই মূলত ৯ বল বাকি থাকতেই ম্যাচ হেরেছে বাংলাদেশ। আফগানদের ব্যাটিংয়ের কৃতিত্ব দিয়ে সাকিব আল হাসান বলেন, আমরা জানতাম, নাযিবুল্লাহ জাদরান খুবই বিপজ্জনক ব্যাটার। এরকম কন্ডিশন ও উইকেটে ভেবেছিলাম, ম্যাচে আমাদের সুযোগ আছে। তবে শেষ পর্যন্ত যেভাবে ব্যাট করেছে আফগানিস্তান, তাতে পুরো কৃতিত্বই তাদের পাওনা।

আরও পড়ুন: সব চেনা দুর্বলতার পুনরাবৃত্তিতে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

/এম ই

Exit mobile version