Site icon Jamuna Television

রশিদ-মুজিবের বোলিং ও সুষ্ঠু পরিকল্পনাতেই এসেছে জয়: মোহাম্মদ নবি

ছবি: সংগৃহীত

রশিদ খান ও মুজিব উর রেহমানকে বিশ্বমানের স্পিনার আখ্যা দিয়ে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেছেন, ব্যাটিংয়ে সঠিক পরিকল্পনাতেই এসেছে জয়।

এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়ার পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। ম্যাচ জয়ের পর আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, সবাই জানে রশিদ খান ও মুজিব উর রেহমান বিশ্বমানের স্পিনার। আর সে কারণেই ম্যাচের প্রথম ১০ ওভারেই আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছি। শুরুতেই উইকেট নিয়ে আমরা ম্যাচে এগিয়ে গেছি।

স্পিনারদের পর ব্যাটিং ডিপার্টমেন্টও আলো ছড়িয়ে জয় এনে দিয়েছে আফগানিস্তানকে। ১৬ ওভার পর্যন্ত ম্যাচে বাংলাদেশ ভালোভাবেই টিকে থাকলেও নাজিবুল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরানের ব্যাটিংয়ে ৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই অনায়াস জয় পেয়ে যায় নবির দল। আফগান অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ডেথ ওভারের জন্য আমাদের ব্যাটিং লাইনআপে পাওয়ার হিটার রয়েছে। আর এ কারণেই উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করা হয়েছে। শুরুতেই যেন উইকেট না হারিয়ে ফেলি সে বিষয়ে সতর্ক ছিল আমাদের ব্যাটাররা। পাওয়ার হিটারদের জন্য তাই ম্যাচ শেষ করা সহজ হয়েছে।

আরও পড়ুন: ম্যাচ হারের পেছনে টপ অর্ডারের ব্যর্থতাকেই দায়ী করলেন সাকিব

/এম ই

Exit mobile version