Site icon Jamuna Television

সামাজিক মাধ্যমে পোস্ট, সৌদি নারীর ৪৫ বছরের কারাদণ্ড

ছবি: প্রতীকী

সৌদি আরবের এক নারীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে ৪৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সৌদির আদালতের নথির উদ্ধৃতি দিয়ে একটি অধিকার গোষ্ঠী এ তথ্য দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, কারাদণ্ড পাওয়া ওই নারীর নাম নুরাহ আল-কাহতানি। দোষী সাব্যস্ত হওয়ার পর আপিলে তার এ সাজা হয়েছে। ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর ভাষ্য মতে, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে এ ধরনের দ্বিতীয় ঘটনা ঘটলো।

উল্লেখ্য, ডিএডব্লিউএন ওয়াশিংটনভিত্তিক অধিকার গোষ্ঠী। গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা সৌদির প্রয়াত সাংবাদিক জামাল খাসোগি। তিনি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হন। সৌদির বর্তমান শাসকদের কড়া সমালোচক ছিলেন খাসোগি।

আরও পড়ুন: ভূগর্ভস্থ স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করেছে ইরান: আইএইএ

ইউএইচ/

Exit mobile version