Site icon Jamuna Television

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বেড়েছে অর্থছাড়

উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বেড়েছে অর্থছাড়। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ৪৮ কোটি ৮০ লাখ ডলার। এসব অর্থ দিয়ে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্যানুযায়ী, জুলাই মাসে আসা অর্থ দেশীয় মুদ্রায় প্রায় ৪ হাজার ৬৮৪ কোটি টাকা। এরমধ্যে অনুদান হিসেবে এসেছে ৯১ লাখ ২০ হাজার ডলার। আর ৪৭ কোটি ৮৯ লাখ ডলার ছাড় করা হয়েছে ঋণ হিসেবে।

গেল অর্থবছরের জুলাই মাসে ছাড় হয়েছিল ৩২ কোটি ৮৬ লাখ ডলার। গত অর্থবছরের ১২ মাসে রেকর্ড ১ হাজার কোটি ডলার বা ১০ বিলিয়ন ডলার ছাড় হয়েছিল। জুলাই মাসে বাংলাদেশের জন্য এককভাবে সর্বোচ্চ ২০ কোটি ডলার ছাড় করেছে জাপান।

/এমএন

Exit mobile version