Site icon Jamuna Television

চমেকে দায়িত্বরত অবস্থায় চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দায়িত্বরত অবস্থায় সাইফুদ্দিন আহমেদ নামে এক চিকিৎসক মারা গেছেন। সাইফুদ্দিন আহমেদ অর্থোপেডিক ওয়ার্ডের রেজিস্ট্রার ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হৃদরোগ বিভাগে নেয়া হয়। তবে এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷ হাসপালের পরিচালক জানান, দুপুরে বিভাগেই দায়িত্ব পালন করছিলেন তিনি।

সাইফুদ্দিন আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪৪তম ব্যাচের ছাত্র ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সহকর্মী চিকিৎসকদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

এসজেড/

Exit mobile version