Site icon Jamuna Television

সুইস ব্যাংকে অর্থ পাচার: ২৬ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

সুইস ব্যাংকে কারা কত টাকা পাচার করলো, কত টাকা ফেরত আনা গেল, সব পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার জন্য বাংলাদেশ ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য ২৬ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ।

বুধবার (৩১ আগস্ট) এ বিষয়ে শুনানির সময় সুইস ব্যাংক সম্পর্কিত প্রতিবেদনে ভুল থাকায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চান বাংলাদেশ ফিন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রধান মাসুদ বিশ্বাস।

তিনি দাবি করেছেন, অসাবধানতাবশত কাজটি হয়েছে। জবাবে আদালত বলেন, এমন ভুলে জরিমানা করা হয়। ক্ষমা চাওয়ায় জরিমানা করা হলো না। ভবিষ্যতে এ ধরনের ভুল ক্ষমা করা হবে না।

ইউএইচ/

Exit mobile version