Site icon Jamuna Television

কনকর্ড টাওয়ারটি সলিমুল্লাহ এতিমখানাকে বুঝিয়ে দিয়েছে জেলা প্রশাসন

রাজধানীর আজিমপুরে বহুল আলোচিত কনকর্ড টাওয়ারটি অবশেষে সলিমুল্লাহ এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ঢাকা জেলা প্রশাসন জায়গাসহ ভবন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে।

ঢাকা জেলা প্রশাসক এতিমখানার পরিচালকের কাছে কাগজপত্রসহ যাবতীয় সব বুঝিয়ে দেন। ২০০৪ সালে এতিমখানা পরিচালনা কমিটির তৎকালীন সভাপতি- সেক্রেটারি ব্যক্তি স্বার্থে কনকর্ড ডেভেলপার কোম্পানিকে জমি লিজ দেয়। সেই চুক্তির নিয়ম লঙ্ঘন করে ২০১২ সালে ১৮ তলা ভবন নির্মাণ করে কনকর্ড।

পুরো বিষয়টি এতিমখানার স্বার্থ বিরোধী এবং বেআইনি হওয়ায় ২০১৩ সালে এই চুক্তির বিরুদ্ধে মামলা করে এতিমখানার শিক্ষার্থীরা। এ বছরের জুনে এই চুক্তিকে অবৈধ রায় দেন উচ্চ আদালত। সম্পত্তির মালিকানা হিসেবে জায়গাটি সলিমুল্লাহ এতিমখানাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন আদালত।

ইউএইচ/

Exit mobile version