Site icon Jamuna Television

রুশ নাগরিকদের ভিসায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্তে দ্বিধা বিভক্ত ইউরোপ

ছবি: সংগৃহীত

রাশিয়ার নাগরিকদের ভিসার ওপর কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৩০ আগস্ট) নিশ্চিত করা হয় এ তথ্য। কূটনৈতিকরা জানান, মস্কোর সাথে ভিসা সুবিধা সংক্রান্ত চুক্তি বাতিল করবে এ সিদ্ধান্তে সম্মতি জানানো দেশগুলো। এতে ভিসা পেতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে রুশ নাগরিকদের।

এদিকে, এ সিদ্ধান্তের জেরে বিভক্ত হয়ে পড়েছে পুরো ইইউ। নর্ডিক এবং পূর্বাঞ্চলীয় দেশগুলোর পক্ষ থেকে রুশ নাগরিকদের জন্য সীমান্ত বন্ধের দাবি জোরদার হয়েছে। তবে সরাসরি ভিসা বাতিল বা সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিরোধীতা করেছে জার্মানি এবং ফ্রান্স।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে রুশ নাগরিকদের ভিসার ওপর কড়াকড়ি আরোপের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। ইইউ’র এ সিদ্ধান্তকে রাশিয়া বিরোধী এজেন্ডা বলে আখ্যা দিয়েছে মস্কো। এ সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন।

/এসএইচ

Exit mobile version