আফগানিস্তানের বিপক্ষে হারের যে ব্যাখ্যা দিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এশিয়া কাপে নিজেদের প্রথম খেলায় হারের জন্য দ্রুত উইকেট হারানোকে দায়ী করছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। সেই সাথে, তিন পেসার খেলানোকে ভুল সিদ্ধান্ত বলছেন না তিনি। বলেছেন, স্কোরবোর্ডে আরও ১০-১৫ রান বেশি হলে ফলাফল ভিন্ন কিছু হতে পারতো। আর প্রথমে বোলিং পাওয়াটা গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।
পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোকে হারের কারণ হিসেবে দায়ী করছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তিনি মনে করেন, ১৪০ এর মতো স্কোর হলে ভিন্ন কিছু হতে পারতো এ ম্যাচে। মোসাদ্দেক বলেন, আফগানিস্তান ভালো বল করেছে। তাদের কৃতিত্ব দিতে হবে। আমরা যদি আরও ১০-১৫ রান বেশি করতে পারতাম তবে ফলাফল অন্যরকম হতে পারতো।
তিন পেসার নিয়ে খেলা’কে ভুল কোনো সিদ্ধান্ত বলছেন না সৈকত। সেই সাথে প্রতিপক্ষ দলকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার অলরাউন্ডার। তিনি বলেন, তিন পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত ভুল ছিল না। ১২৭ রানকে ডিফেন্ড করার জন্য বোলাররা যতদূর গিয়েছে, সেই পারফরমেন্সকে যথেষ্ট ভালো বলেই মনে করি।
সংবাদ সম্মেলনে এসে শুরুতেই সালাম ও বাংলায় শুভেচ্ছা বিনিময় করে চমকে দিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নতুন উইকেটে আগে বোলিং পাওয়াকে টার্নিং পয়েন্ট হিসেবে মানছেন তিনি। মোহাম্মদ নবী বলেন, এটা সম্পূর্ণ নতুন একটা উইকেট। এই উইকেটের আচরণ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। শুরুতে বোলিং করতে পেরে সুবিধা হয়েছে আমাদের, যা পরবর্তীতে ব্যাট করতে গিয়ে কাজে লেগেছে।
লম্বা সময় ধরে শারজাহ ও আবুধাবিতে খেলে আসছে আফগানিস্তান। পরিচিত কন্ডিশনে দল বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন নবী। সেই সাথে জানান, অনেক ক্ষেত্রে লো স্কোরিং ম্যাচেও তৈরি হয় প্রতিদ্বন্দ্বিতা। মোহাম্মদ নবী বলেন, গত ১৫ বছর ধরে এখানে খেলছি আমরা। পরিচিত কন্ডিশন আমাদের কাজে লাগছে বেশ। টি-টোয়েন্টিতে সব সময় দুশো’র উপরে রান করে জেতা যায় না। অনেক সময় লো স্কোরিং ম্যাচেও নেমে আসে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।
বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের পরবর্তীতে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সুপার ফোরে যেতে হলে জয় ছাড়া অন্য পথ খোলো নেই সাকিব বাহিনীর সামনে।
আরও পড়ুন: আফগান কোচিং সেশনে দর্শন বদলাবে টাইগারদের?
/এম ই
Leave a reply