Site icon Jamuna Television

ক্যামিলা-ডিক্যাপ্রিও’র ব্রেকআপ!

ক্যামিলা মোরেনো ও লিওনার্দো ডি'ক্যাপ্রিও কেনো বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

চার বছর প্রেমের পর লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্যামিলা মোরনের সম্পর্ক ভেঙে গেছে। জানা গেছে, ক্যামিলার ২৫তম জন্মদিনের মাসখানেক পরেই ব্রেকআপ হয় তাদের। তবে কী কারণে তারা আলাদা হয়েছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, খুব শান্তিপূর্ণভাবে সম্পর্ক শেষ করেছেন তারা। নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছেন এ জুটি। তবে ২০২০ সালে অস্কারের আসরে ক্যামিলাকে সঙ্গে নিয়ে এসে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রেমের বিষয়টি সামনে আনেন ডিক্যাপ্রিও। এর আগে কোনো প্রেমিকাকে অস্কারে নিয়ে আসেননি তিনি। ২০২১ সালেও এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাদের।

/এসএইচ

Exit mobile version