Site icon Jamuna Television

‘বাংলাদেশি আম্পায়ারদের দুর্বল ভাবার কারণ নেই’

ভারত-পাকিস্তান ম্যাচের অভিজ্ঞতা নিয়ে যমুনা নিউজের মুখোমুখি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

ভারত-পাকিস্তান ম্যাচে রোহিত শর্মার সাথে কথা চালাচালি হয়েছে বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের। ক্রিকেটের নতুন আইন বুঝিয়েছেন তিনি ভারত অধিনায়ককে। বাংলাদেশের আম্পায়ারদের দুর্বল ভাবার কারণ নেই, এমনটি বলছেন তিনি। সেই সাথে এমন ম্যাচ নতুনদের জন্য মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মাসুদুর রহমান মুকুল।

ক্রিকেটের ক্লাসিকো বলা হয় ভারত–পাকিস্তান ম্যাচকে। সেই ম্যাচ নিয়ন্ত্রণ করা চাট্টিখানি কথা নয়। সেটিই সফলতার সাথে করেছেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। ভিরাট-বাবর-রোহিতদের নিয়ে সিদ্ধান্ত দেয়াকে তিনি নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে। সেখানে বেশ সফলও হয়েছেন তিনি। মাঠেই রোহিত শর্মাকে শিখিয়েছেন ক্রিকেটীয় নতুন আইন।

এ নিয়ে মাসুদুর রহমান মুকুল বলেন, দুটো টিমই যখন ৩ ওভার করে পেনালাইজড হলো, একজন ফিল্ডার যখন সার্কেলের ভেতরে চলে আসলো তখন তারা নতুন আইন নিয়ে কিছু মজার কথাবার্তা বলেছে। রোহিত জিজ্ঞেস করলো, পাঁচটা ফিল্ডার ভেতরে রাখতে পারবো? আমি বললাম, না। ৪ এর বেশি রাখা যাবে না।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আম্পায়ারদের খুব একটা দেখা যায় না। তাদের ভাবা হয় দুর্বল। সেই জায়গা থেকেই বিশ্বকে বার্তা দিয়ে রাখলেন লাল-সবুজ দেশের এই আম্পায়ার। মাসুদুর রহমান মুকুল বলেন, বাংলাদেশের আম্পায়ারদের সবাই একটু দুর্বল ভাবে। ক্রিকেটে ভারত-পাকিস্তানের চেয়ে বড় ম্যাচ আর কী আছে আমার জানা নেই। তাই এই ম্যাচে পারফর্ম করা ছিল আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। দিনশেষে আমরাও বাংলাদেশের পতাকা বহন করি।

ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিং করা বাংলাদেশের জন্য হয়ে থাকবে মাইলফলক। নতুনরা এই পেশায় আসতে আগ্রহ পাবে বলেও ধারণা করছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তিনি বলেন, আমি আশা করবো, যারা সত্যিকার অর্থেই আম্পায়ারিং করতে চায়, তারা যেন টেস্ট আম্পায়ারিংয়ে আসে। আমাদের আম্পায়ারিংয়ে অনেক গ্যাপ আছে। আমি মনে করি, ভালো ছেলেদের আম্পায়ারিংয়ে আসা উচিত।

আরও পড়ুন: এমন হারের যে ব্যাখ্যা দিলেন মোসাদ্দেক

/এম ই

Exit mobile version