Site icon Jamuna Television

সাবর্ক্ষণিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়া: ডা. জাহিদ

খালেদা জিয়া। ফাইল ছবি।

বাসায় অবস্থান করলেও সাবর্ক্ষণিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন খালেদা জিয়া। এমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপাতত কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু তিনি সার্বক্ষণিভাবে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে থাকবেন। তার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের নামি দামি চিকিৎসকদের সাথে বিভিন্ন দেশের চিকিৎসকরা মিটিংয়ে বসেছিলেন, অনলাইনে বিদেশ থেকেই যুক্ত ছিলেন। সবাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বলেছেন। সেটা তাড়াতাড়ি করার ব্যাপারেও তাগিদ দিয়েছেন তারা।

গত রোববার (২৮ আগস্ট) ষষ্ঠবারের মতো হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন ধরেই ক্রনিক লিভার ডিজিজ, রক্তনালীতে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

/এম ই

Exit mobile version