Site icon Jamuna Television

বিশ্বের ৩য় শীর্ষ ধনী ভারতের আদানি, সেরা দশে যারা

গৌতম আদানি। ছবি: সংগৃহীত।

বিল গেটসকে পেছনে ফেলে ও বার্নাল্ড আর্নল্ডকে হটিয়ে বিশ্বের ৩য় শীর্ষ ধনী হলেন ভারতের গৌতম আদানি। শীর্ষ ধনীদের নতুন এই তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ বিলিওনিয়ার ইন্ডেক্স।

এ তালিকা অনুসারে তিনি প্রথমবারের মতো এশিয়ান হিসেবে স্থান করে নিয়েছেন শীর্ষ তিনে। এশিয়ান হিসেবে মুকেশ আম্বানি ও জ্যাক মা কখনোই এই স্থানে যেতে পারেননি। তার সামনে রয়েছেন কেবল ইলন মাস্ক ও জেফ বেজোস।

৬০ বছর বয়সী আদানির ব্যবসার গন্ডির মধ্যে হীরার ব্যবসা থেকে শুরু করে রয়েছে কয়লাখনি, সিমেন্ট, আলুমিনিয়াম, ভারতের সবচেয়ে বড় বেসরকারি সমুদ্রবন্দর ও বিমানবন্দর, গ্যাস বাণিজ্য। বর্তমানে গৌতম আদানি এশিয়ার সর্বোচ্চ ধনীর স্থান দখল করে ছিলেন। তার সম্পদের পরিমাণ ১৩৭.৪ বিলিয়ন মার্কিন ডলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আদানি। বিজেপির বর্তমান শাসনামলে রাতারাতি বেড়েছে তার সম্পদের পরিমাণ।

আরও পড়ুন: মোটরসাইকেলে একই পরিবারের ৭ জন! (ভিডিও)

শীর্ষে ধনীদের তালিকার সেরা দশে থাকা অন্যান্যরা হলেন, বার্নার্ড আর্নল্ড (৪র্থ), বিল গেটস (৫ম), ওয়ারেন বাফেট (৬ষ্ঠ), ল্যারি পেজ (৭ম), সের্গেই ব্রিন (৮ম), স্টিভ ব্যালমের (৯ম) ও ল্যারি এলিসেন (১০ম)। ৯১.৯ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকার ১১ নম্বরে মুকেশ আম্বানি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

জেডআই/

Exit mobile version