Site icon Jamuna Television

ক্যাটরিনার বোনের সাথে আরিয়ান খান!

বড় পর্দায় শাহরুখ ও ক্যাটরিনার রসায়ন বরাবরই দর্শকদের পছন্দ। কিন্তু বলিউডের বাইরে তাদের পারিবারিক সমীকরণ ও হতে চলেছে বলে মনে হচ্ছে। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ও ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফকে দেখা গেছে এক সাথে। এ নিয়ে তৈরি হয়েছে যতো জল্পনা কল্পনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মঙ্গলবার (৩০ আগস্ট) ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে এসেছিলেন দুজনে। এ সময় তাদের এক সাথে সময় কাটাতে এবং পার্টি করতে দেখা গেছে। সেই সময়ের কিছু মুহূর্ত ফ্রেমে বন্দী হয়েছে।

বোন ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে ইতোমধ্যেই অভিষেক হয়েছে ইসাবেল কাইফের। সর্বশেষ সুরজ পঞ্চোলীর সঙ্গে জুটিতে দেখা গিয়েছিল তাকে। ইসাবেলের আগামী ছবি ‘সুস্বাগতম খুশামদীদ’।

এটিএম/

Exit mobile version