Site icon Jamuna Television

রংপুরে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ডাকাতি করতো তারা। গড়ে তুলেছিল সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট। এমন চক্রের ১১ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ রংপুর।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে র‍্যাব-১৩’র সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো, শাহীন, দুলাল, সাজজাদ, রেজাউল, সিফাজুল, ফারুক, আবু বকর সিদ্দিক, শরিফুল ইসলাম, ভুট্রু, আল আমিন, সালাম। তাদের বাড়ি, রংপুর, নীলফামারী, দিনাজপুর, কুড়িগ্রাম, জামালপুর, ঠাকুরগাওসহ বিভিন্ন জেলায়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্র নিয়ন্ত্রণ করতো। গেল ৩০ আগস্ট দিবাগত রাতে দিনাজপুরের কাহারোল এএ ব্রিকস ইটভাটায় অস্ত্রের মুখে নৈশ প্রহরীকে জিম্মি করে ডাকাতির সময় তাদের আটক করা হয়। এ সময় ডাকাতি করা ৭টি ব্যাটারি, নগদ এক লাখ টাকা, ১টি ট্রান্সফরমার, হাইপড্রোলিক জ্যাক এবং ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এটিএম/

Exit mobile version