Site icon Jamuna Television

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু স্বাগতিক রাশিয়ার

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে স্বাগতিক রাশিয়া। ২১-তম আসরের উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের জালে গোল উৎসব করেছে রাশানরা। মস্কোর লুঝিনিকি স্টেডিয়ামে পিজ্জি শীষ্যদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। জোড়া গোল করেছেন ডেনিশ চেরিশিভ।

আগে একে-অপরের বিপক্ষে কোন ম্যাচ না খেললেও হোম ভেন্যু মস্কোর লুঝনিকি স্টেডিয়াম বলেই ম্যাচের ফেভারিট ছিলো রাশিয়া। প্রতিপোক্ষ সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটেই স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক উচ্ছ্বাসের উপলক্ষ্য পায়। গলোভিনের কর্ণার ক্লিয়ার করতে ব্যর্থ হয় সৌদির ডিফেন্ডাররা। সে ভুলের ফায়দায় দূর্দান্ত এক হেডে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের প্রথম গোল করেন স্বাগতিক মিডফিল্ডার ইয়ুরি গাজিনস্কি। প্রথমার্ধ শেষের মিনিট দুয়েক আগে স্কোর লাইন দ্বিগুণ করেন বদলি ফরোয়ার্ড ডেনিশ চেরিশেভ।

ম্যাচের আগ পর্যন্ত ফুটবলবোদ্ধাদের মতামত ছিল সৌদি-রাশিয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। কিন্তু আশায় গুড়েবালি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে লজ্জাজনকভাবে স্বাগতিক রাশিয়ার কাছে হেরেছে সৌদি আরব।

Exit mobile version