Site icon Jamuna Television

আজ থেকে কার্যকর নতুন বাস ভাড়া

ফাইল ছবি

তেলের দাম লিটারে ৫ টাকা কমায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ৫ পয়সা কমিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হচ্ছে নতুন এই বাস ভাড়া।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা ঠিক করা হয়েছে।

এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা। সকাল থেকেই থেকে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করবে। সাথে থাকবে পরিবহন মালিকদের পক্ষ থেকে প্রতিনিধি।

ভাড়া নিয়ে কোনো অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (৩১ আগস্ট) বিআরটিএ কার্যালয়ে বাস মালিকদের সাথে বৈঠকে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়।

/এনএএস

Exit mobile version