Site icon Jamuna Television

উত্তর সিটি করপোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর সিটি করপোরেশন ভবনের ৮ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিএনসিসির ৮ তলায় লিফটের পাশে ইলেকট্রিক কন্ট্রল রুম থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭.১০-১৫ টায়। ৮-১৫ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

সিলিং এর খুব সামান্য অংশে আগুন লেগে যাওয়ায় পুরো ফ্লোর ধোয়াচ্ছন্ন হয়ে আছে। তবে ৮ তলায় রিসিপশনের পাশে এবং সামনের দিকের কয়েকটি গ্লাস ভেঙে ধোয়া বাইরে বের করার কাজ চলছে।

ফায়ার সার্ভিসের একটি টিম এখনো রয়েছে সেখানে। আগুনের সঠিক উৎস খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। এখনো পর্যন্ত বিশেষ কোনো ক্ষতি হয়নি।

/এনএএস

Exit mobile version