Site icon Jamuna Television

সুয়েজ খালে আবারও আটকে গেলো জাহাজ

ছবি: সংগৃহীত

সুয়েজ খালে আবারও আটকে গেলো একটি জাহাজ। বুধবার (৩১ আগস্ট) খালের সরু পথে কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, যাতায়াতের সময় খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকে পড়ে সিঙ্গাপুর ভিত্তিক অ্যাফিনিটি ফাইভ। পেছনে তৈরি হয় আরও কয়েকটি জাহাজের লাইন।

নৌযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকার্স ট্র্যাকারস জানায়, পর্তুগালে মালামাল নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল অ্যাফিনিটি ফাইভ। তবে সুয়েজের সরু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৮২৮ ফুট দীর্ঘ জাহাজটি।

খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেয় খাল কর্তৃপক্ষ। ৫টি টাগ বোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেয়া হয় সেটি।

এর আগে, গত বছর মার্চের শেষে সুয়েজ খালের সরু পথে আড়াআড়ি আটকে পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন’। তখন খালের দু’পাশে তৈরি হয় ৩০০ নৌযানের জট। ছয় দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার জাহাজটি।

/এনএএস

Exit mobile version