Site icon Jamuna Television

শরীয়তপুর ও বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

শরীয়তপুর ও বগুড়ায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি নিহতরা মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট থেকে রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। রাতে তাকে নিয়ে ভদ্রচাপ এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পাল্টা জবাব দেয় পুলিশও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রুহুল আমিন।

এদিকে, বগুড়ায় রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে।

Exit mobile version