Site icon Jamuna Television

এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ৪ জন

ছবি: সংগৃহীত

এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২২ ঘোষণা করেছে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন। বুধবার অনলাইনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খবর এএফপির।

এ বছর যারা পুরস্কারটি পেয়েছেন তারা হলেন- কম্বোডিয়ার মনোচিকিৎসক সথেরা চিহিম (৫৪), ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ (৬৪), জাপানের চক্ষু বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি (৫৮) এবং ফ্রান্সের পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও ইন্দোনেশিয়ার নদী রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী গ্যারি বেনচেগহিব (২৭)।

এর মধ্যে খেমার হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া মানুষদের কল্যাণে কাজ করায় এই পুরস্কার দেয়া হয় কম্বোডিয়ার মনোবিদ চিহিমকে। অন্যদিকে শিশু অধিকার নিয়ে কাজ করায় সম্মাননা জানানো হয় ফিলিপাইনের চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদকে। আর নিঃস্ব এবং বিত্তহীনদের বিমানমূল্যে চক্ষুসেবা দেয়ায় এ বছর র‍্যামন মাগসাইসাই দেয়া হয় জাপানের তাদাশি হাত্তোরিকে। অন্যদিকে, পরিবেশবিষয়ক আন্দোলনের জন্য পুরস্কার দেয়া হয় চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিবকে।

ইউএইচ/

Exit mobile version