Site icon Jamuna Television

যুবলীগ নেতা হাবু হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি: প্রতীকী

যুবলীগ নেতা হাবু হত্যার প্রধান আসামি ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এসব কথা জানায় পুলিশ।

সংস্থাটি বলছে, ফাহিম যাত্রাবাড়ী থানা যুবদলের সহসভাপতি। এলাকায় আধিপত্য, চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় সে জড়িত। আর এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের নেতা হাবুকে হত্যা করে পালিয়ে যায় সে।

এদিকে, ট্রাক ভর্তি রড ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নীলফামারী থেকে ট্রাক ও ১২ টন রড উদ্ধার করা হয়েছে। বাকি রড ছিনতাইকারীরা বিক্রি করে দিয়েছে বলেও জানান গোয়েন্দা প্রধান।

ইউএইচ/

Exit mobile version