Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ার হ্রদে দূষণ, ভেসে উঠছে ঝাঁকে ঝাঁকে মরা মাছ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হ্রদে ভেসে উঠেছে ঝাঁকে ঝাঁকে মরা মাছ। কর্তৃপক্ষ বলছে ভয়াবহ দূষণের কারণেই মারা যাচ্ছে হ্রদটির জলজ প্রাণী। খবর এপির।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, গেল কয়েকদিন ধরেই অকল্যান্ডের লেক মেরিটে বেড়েছে দূষণের মাত্রা। পানি ফসফরাস ও নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়ায়, তা মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য হুমকি হয়ে ওঠে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে হ্রদ এবং এর আশেপাশের এলাকাগুলোয়।

এর পাশাপাশি গেল এক মাসের বেশি সময় ধরে মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে লেকের পানিতে বেড়েছে শ্যাওলার ঘনত্ব। কমে যায় অক্সিজেনের মাত্রা। ফলে মারা যায় ঝাঁকে ঝাঁকে মাছ। এরইমধ্যে লেকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

এটিএম/

Exit mobile version