Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, নেতৃত্বে ফিঞ্চ

শিরোপা ধরে রাখার মিশনে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গত আসরের বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন শুধুমাত্র মিচেল সোয়েপসন। এছাড়া, জায়গা পেয়েছেন সিঙ্গাপুরের ব্যাটার টিম ডেভিড।

শিরোপা ধরে রাখার মিশনে ১৫ সদস্যের অজি দলকে নেতৃত্ব দেবেন অ্যারন ফিঞ্চ। দলে আছেন যথারীতি ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড। এবারের অজি দলের বড় চমক টিম ডেভিড। সিঙ্গাপুরের হয়ে ১৪টি টি-টোয়েন্টি খেলা এই হার্ড হিটার বিগ ব্যাশে নজর কাড়েন। এ বছর তিনি সুযোগ পান আইপিএলেও।

ছবি: সংগৃহীত

এছাড়া, দলে রয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। বিশ্বমানের তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সাথে আছেন কেইন রিচার্ডসনও। দুই স্পিনার অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জ্যাম্পাসহ আছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস।

আরও পড়ুন: পেসার আল আমিনের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ

/এম ই

Exit mobile version