Site icon Jamuna Television

রোসমাহ মনসুরের ১০ বছরের কারাদণ্ড, জরিমানা অনাদায়ে জেল খাটবেন আরও ৩০ বছর

আর্থিক দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে।

ঘুষ গ্রহণের মামলায় মালয়েশিয়ার সাবেক ফার্স্টলেডিকে এই সাজা দেন দেশটির হাইকোর্ট। একই সাথে তাকে ৯৭ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছে। এই আর্থিক দণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩০ বছর কারাগারে থাকতে হবে।

একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির দায়ে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হন নাজিব রাজাকের স্ত্রী। প্রায় ২০ কোটি রিঙ্গিত ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। এর আগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত।

/এডব্লিউ

Exit mobile version