Site icon Jamuna Television

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

ছবি: সংগৃহীত

জিতলে সুপার ফোর, হারলে টুর্নামেন্ট থেকে বাদ; এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের এই ম্যাচটি তাই পরিণত হয়েছে অলিখিত নকআউটে। শ্রীলঙ্কান দলে এসেছে একটি পরিবর্তন। বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন নাইম শেখ, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও এবাদত হোসেন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই এর আগে হারে আফগানিস্তানের বিপক্ষে। আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে দেয় আফগানরা। মোহাম্মদ নবী, রশিদ খান ও মুজিবদের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কান ব্যাটাররা। অলআউট হয়েছিল মাত্র ১০৫ রানে।

আর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হেরেছিলো ৭ উইকেটে। মুজিবের স্পিন বিষে নীল হয়ে ১২৭ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের আগেই কথার লড়াই শুরু হয়ে গেছে। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন আফগানদের তুলনায় বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। জবাবে সুজন বলেছেন, লঙ্কানদের সাকিব কিংবা মোস্তাফিজ মানের কোনো বোলারই নেই। মাহেলা জয়াবর্ধনে বলেছেন, শ্রীলঙ্কান বোলাররা যাতে মাঠেই দেখায়।

বাংলাদেশ একাদশ

সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।

জেডআই/

Exit mobile version