Site icon Jamuna Television

ব্যর্থ অভ্যুত্থানে নিহতদের ‘শহীদ’ বলায় খেতাব হারালেন মিস টার্কি

এ বছর ‘মিস টার্কি’ নির্বাচিত হওয়া ইতির ইসেনের খেতাব কেড়ে নেয়া হয়েছে। ২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ঘটে যাওয়া ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহতদেরকে ‘শহীদ’ বলে অভিহিত করার অভিযোগে ইসেনের খেতাব কেড়ে নেয় প্রতিযোগিতার আয়োজক সংস্থা।

প্রেসিডেন্ট এরদোগানের সরকারের বিরুদ্ধে ওই ব্যর্থ অভ্যত্থানে নিহত হয়েছিলেন আড়াই শতাধিক সাধারণ মানুষ। যাদের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায় বিদ্রোহী সেনাদের প্রচেষ্টা।

এ বছর জুলাই মাসে অভ্যত্থানের বর্ষপূর্তিতে একটি টুইট করেন নিহতদের স্মরণ করে। তাতে ইসেন লিখেছিলেন, “আজ ১৫ জুলাই আজ আমার মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে। আমার শরীর থেকে রক্ত ঝরছে। এই রক্ত আমাকে গত বছরের এই দিনে শহীদদের রক্তের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।”

টুইট করার দুই মাস পার হলেও সেটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের নজরে আসে ক’দিন আগে। এতেই বিপত্তি ঘটে। অভ্যত্থানে নিহতদেরকে ‘শহীদ’ বলে অভিহিত করাকে ‘রাজনীতিতে জড়ানো’ বলে অভিযোগ তোলে তারা। এরপর কমিটির সিদ্ধান্তে কেড়ে নেয়া হয় ইসেনের খেতাব।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট এরদোগান ও তার সমর্থকরা নিহতদেরকে ‘শহীদ’ বলে সম্বোধন করেন।

/কিউএস

Exit mobile version