Site icon Jamuna Television

নবীন কর্মীদের দিনে ১৮ ঘণ্টা কাজ করতে বলে তোপের মুখে বম্বে শেভিংয়ের সিইও

কর্মজগতে যারা সবে পা রেখেছেন, তাদের নিজের অফিসকে মন্দিরের মতো মনে করা উচিত। শুরুর কয়েক বছর নিজেদের প্রমাণ করার জন্য তাদের দিনে ১৮ ঘণ্টা কাজ করতে হবে। এমন কথা বলে তোপের মুখে পড়েছেন ভারতের বিখ্যাত শেভিং পণ্যের ব্র্যান্ড প্রতিষ্ঠান বম্বে শেভিং কোম্পানির সিইও শান্তনু দেশপান্ডে।

বিবিসির একটি খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কড ইনে শান্তনু দেশপান্ডে লিখেছেন, আমি প্রায়ই দেখি, অনেক ছেলে-মেয়েই নানা ধরনের কনটেন্ট দেখেন এবং অফিস ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা বলেন। এটা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু অফিসের আগে নয়। আর তার এই বিস্ফোরক মন্তব্যে ইন্টারনেটে চলছে ব্যাপক সমালোচনা ও ট্রল।

পোস্টে তিনি লেখেন, যখন আপনার বয়স ২২ বছর এবং আপনি সবে কর্মজীবনে প্রবেশ করেছেন, তখন নিজের সবটা কর্মক্ষেত্রে দেওয়া উচিত। আর এজন্য ভালো খাবার খান ও সুস্থ থাকুন। কিন্তু কর্মজীবনের প্রথম ৪-৫ বছর কমপক্ষে দিনের ১৮ ঘণ্টা কাজের জন্যই ব্যয় করুন।

বম্বে শেভিং কোম্পানির সিইওর এই পোস্ট নিয়ে সাধারণ মানুষের অধিকাংশ প্রতিক্রিয়াই নেতিবাচক। যে সময় বিশ্বের বিশেষ করে ভারতের প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ছাঁটাই চলছে, তখন একটি সংস্থার কর্ণধার কীভাবে কর্মচারীদের এই অযৌক্তিক সময় ধরে এভাবে পরিশ্রম করানোর কথা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

এছাড়াও দেশপান্ডের এই চিন্তাধারার সমালোচনা করে অনেকে বলছেন, ভারতে অফিসে কাজের সংস্কৃতি ধীরে ধীরে বিষাক্ত হয়ে উঠছে। এই মন্তব্য প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দিয়ে বেআইনিভাবে অতিরিক্ত পরিশ্রম করিয়ে নিতে উৎসাহিত করবে বলে।

তবে সমালোচনা শুরু হওয়ার পর এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন শান্তনু দেশপান্ডে।

/এডব্লিউ

Exit mobile version