Site icon Jamuna Television

মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না পুতিন

ছবি: সংগৃহীত

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রধান নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে অংশ নেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন তথ্য জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মুখপাত্র পেসকভ এ তথ্য জানান। খবর এএফপির।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, আগামী ৩ সেপ্টেম্বর মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রেসিডেন্ট পুতিনের কাজের সময়সূচীর সাথে না মেলায় তিনি এ আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। তিনি আরও জানান, প্রেসিডেন্ট পুতিন হাসপাতালেই গর্বাচেভের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

এর আগে গেল ৩০ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরেই কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

এটিএম/

Exit mobile version