Site icon Jamuna Television

হারের কারণ হিসেবে ডেথ বোলিংকে দুষলেন সাকিব

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বাঁচামরার ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। শেষ ওভার পর্যন্ত গড়ানো ম্যাচে বাংলাদেশ হার দেখেছে ২ উইকেটের।

তবে, প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৮৩ রান তুলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলো বাংলাদেশ। বোলিংয়ে এসে ৭৭ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে সেই ইঙ্গিতকে বাস্তবে রূপদানের পথেই ছিল টাইগাররা। তবে মাঝের কিছু ওভারে ও শেষদিকে ছন্নছাড়া বোলিংয়ে হার দেখতে হয় সাকিব আল হাসানের দলকে।

ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও দুষলেন ডেথ ওভারের বোলিংকে। বলেছেন, ডেথ বোলিংয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। শেষের এই বোলিংয়ের কারণেই আজকে আমরা ম্যাচ হারলাম। শেষ ২ ওভারে তাদের ৮ উইকেট চলে গিয়েছিলো। কিন্তু চার বল বাকি থাকতেই তারা ম্যাচ জিতে যায়। তার মানে, আমরা একদমই ভালো বল করতে পারিনি।

সাকিব যোগ করেন, যেভাবে শ্রীলঙ্কা তাদের আত্মবিশ্বাস ধরে রেখে ম্যাচ শেষ করেছে সেজন্য তাদের ক্রেডিট দিতেই হয়। আমাদের পেসাররা যখন উইকেট নিচ্ছিলো তখনও তারা আশা হারায়নি।

টাইগার অধিনায়ক আরও বলেছেন, বিগত ছয় মাসে আমরা কোনো ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। কিন্তু এই ম্যাচে সেটি পেরেছি। অস্ট্রেলিয়ার অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আমাদের বেশ কয়েকটি বিষয় নিয়ে অনেক কাজ করতে হবে।

প্রসঙ্গত, এই ম্যাচে জয়ের জন্য শেষ ২ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। উনিশতম ওভারে এসে এবাদত দেন ১৭ রান। শেষ ওভারে লঙ্কানদের দরকার ছিল ৮ রান। যা আটকাতে পারেননি শেখ মেহেদি।

জেডআই/

Exit mobile version