Site icon Jamuna Television

অপহরনের ২ দিন পর বাইক চালকের লাশ মিললো পদ্মায়

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
অপহরণের ২ দিন পর মাদারীপুরের শিবচরের এক মোটরসাইকেল চালকের মৃতদেহ আজ সকালে পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ মাদক ও পটকা বিক্রিতে বাধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার পদ্মা নদীর একটি চর থেকে মৃত আনোয়ারের মোটরসাইকেলসহ ৪টি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করে পুলিশ। পরে আজ সকালে আনোয়ারের লাশ পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং এর চায়না প্রজেক্টের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। লাশের মাথা ও গলায় ৩টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ মাদক ও পটকা বিক্রিতে বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড করা হয়েছে। নিহত আনোয়ার জেলার শিবচরের কাঠালবাড়ির আইয়ুব আলী বেপারির ছেলে।

শিবচর থানার এসআই আমির হোসেন বলেন, হত্যাকাণ্ডের শিকার আনোয়ারের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার থানায় তার নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছিল। সেই জিডির প্রেক্ষিতে আমরা বিভিন্ন স্থানে তার সন্ধান করছিলাম। আজ সকালে পদ্মা নদীর চায়না প্রজেক্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথা ও গলায় তিনটি ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Exit mobile version