Site icon Jamuna Television

ব্রাজিলের নির্বাচনী জনমত জরিপে এগিয়ে লুলা ডা সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী লুলা ডি সিলভা।

ব্রাজিলের নির্বাচনী জনমত জরিপে ১৩ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে আছেন লুলা ডা সিলভা। যা নিঃসন্দেহে বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোর জন্য অশনি সংকেত।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির নির্বাচনী জরিপ সংস্থা ডাটাফোলহার সবশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে।

সেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট বলসোনারোর প্রতি ৩২ শতাংশ ভোটারের সমর্থন থাকলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুলা ডি সিলভাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ৪৫ ভাগ ব্রাজিলিয়ান।

প্রসঙ্গত, আগামী ২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিলের জাতীয় নির্বাচন। দেশটির সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন।

উল্লেখ্য, ব্রাজিলের বামপন্থি নেতা লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ব্রাজিলের ক্ষমতায় ছিলেন।

Exit mobile version