Site icon Jamuna Television

চীনের ভূখণ্ডের কাছে ড্রোন ভূপাতিত করলো তাইওয়ান

নিজ ভূখণ্ডের আকাশসীমায় একটি বেসামরিক ড্রোন ভূপাতিত করেছে তাইওয়ান। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ তথ্য জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনের মূল ভূখণ্ড থেকে চার কিলোমিটার দূরে কিনমেন কাউন্টিতে ড্রোনটি শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। সে সময় সতর্কবার্তা দিয়ে সেটিকে সরিয়ে দেয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। তবে সে পদক্ষেপ ব্যর্থ হলে গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয়। তবে সেটি কোথা থেকে বা কি উদ্দেশে পরিচালিত হচ্ছিল সে বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে সন্দেহের তীর চীনের দিকে।

ধারণা করা হচ্ছে, মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে চলমান উত্তেজনার জেরে নজরদারি চালাচ্ছে চীন। এরইমধ্যে এর পাল্টা জবাব দেয়ার নির্দেশ দিয়েছে তাইওয়ান প্রেসিডন্ট।

এটিএম/

Exit mobile version