Site icon Jamuna Television

পিরোজপুরে ফেরি থেকে নদীতে পড়ে কাস্টমস কর্মকর্তা নিখোঁজ

নিখোঁজ কাস্টমস কর্মকর্তা।

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কচাঁ নদীতে পড়ে গিয়ে সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি (৪০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রাজস্ব কর্মকর্তা ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাটের কুমিরমারা প্রান্তের ফেরির পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ বিন কাফির গাড়ি চালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকেলে বরিশালের উদ্দেশে তিনিসহ রওনা হন আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে এই কাস্টমস কর্মকর্তা মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে হঠাৎ পল্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

এ নিয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরিঘাটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে পিরোজপুরের ডুবুরি না থাকায় বরিশাল থেকে ডুবুরি দলকে খবর দেয়া হয়। বৃহস্পতিবার সারারাত উদ্ধার অভিযান। শুক্রবার সকাল থেকেও কাস্টমস কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বেলা ১২টা ৫৫ মিনিটেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এসজেড/

Exit mobile version