Site icon Jamuna Television

টানা বৃষ্টির জের, বেঙ্গালুরুর রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরলেন ট্রাফিক পুলিশ

ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টিপাতে ভারতের বেঙ্গালুরু যেন নদীতে পরিণত হয়েছে। জলমগ্ন প্রায় গোটা শহর। কোথাও পথচারীদের বুক পর্যন্ত পানি। থমকে গিয়েছে জনজীবন। বন্যার ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরছেন ট্রাফিক পুলিশ ও শহরবাসী। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার থেকে টানা বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। কর্নাটক রাজ্য প্রাকৃতিক বিপর্যয় পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, সোমবার শহরে ৪৮.৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুর পূর্বে সিভি রমন নগরে। সেখানে গত সোমবার ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

খবর বলা হয়, বহু এলাকা পানির নীচে। শহরের বহু বাড়িতে পানি ঢুকেছে। অনেকেই রয়েছেন ঘরবন্দি। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। রাস্তায় পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছে প্রশাসন। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। কোনো কোনো ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তা থেকে মাছ ধরছেন ট্রাফিক পুলিশ।

https://twitter.com/sleepyhead148/status/1564610345586819083?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1564610345586819083%7Ctwgr%5Ee5e8adddf6259e492d39411eeb8c3774fa21781c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fbengaluru-road-turned-into-river-due-to-heavy-road-people-catch-fish-dgtl%2Fcid%2F1367058

ইউএইচ/

Exit mobile version