Site icon Jamuna Television

সাকিব ক্লাসের দুষ্টু ছেলে, তবে বোর্ডের সাথে দ্বন্দ্ব ভালো না: অজয় জাদেজা

সাকিবকে ক্লাসের দুষ্টু ছেলের সাথে তুলনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

‘ক্লাসের দুষ্টু ছেলেটা মনিটর হলে সে ঠিকভাবেই ক্লাস সামলে নেবে। তবে, বোর্ডের সাথে দ্বন্দ্ব কখনোই ভালো কিছু বয়ে আনবে না।’ সাকিব আল হাসানকে ক্লাসের দুষ্টু ছেলের সাথে তুলনা করে এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।

মাঠ ও মাঠের বাইরে সবখানেই আলোচনার শীর্ষে সাকিব আল হাসান। দীর্ঘ নাটকীয়তার পর তার নেতৃত্বেই এশিয়া কাপে লড়ছে বাংলাদেশ। তবে মাঠের বাইরের ইস্যুতে বরাবরই এগিয়ে সাকিব। এবার বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে নিয়ে কথা বললেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। সাকিব ‘প্রবলেম চাইল্ড’ কিনা এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

জাদেজা বলেন, এটা সত্যি সাকিব সাধারণ কোনো বাচ্চা নয়। সে যে মাপের একজন ক্রিকেটার, তার চিন্তা ভিন্ন হতেই পারে। তবে আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে। এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে।

নানা ঝামেলায় বোর্ডের সাথে মনোমালিন্য লেগেই থাকে সাকিবের। এ বিষয়েও কথা বলেছেন অজয় জাদেজা। তিনি বলেন, সাকিব হয়তো ভাবতো সে অনেক ভালো খেলে। তাই বোর্ডের কথা শোনার প্রয়োজনীয়তা বোধ করতো না। তবে এমন সমস্যার সমাধানে আপনাকে আসতেই হবে। এমন দ্বন্দ্ব কখনোই ভালো কিছু বয়ে আনে না।

বিতর্ক পিছু না ছাড়লেও ক্রিকেটার সাকিবের পারফরমেন্সে মুগ্ধ সাবেক এ ভারতীয় ক্রিকেটার। জাদেজা আরও বলেন, মাঠ ও মাঠের বাইরে নানা ঝামেলার সম্মুখীন হয়েছে সে। স্টাম্পে লাথি মেরে নিষিদ্ধও হয়েছে। তবে সাকিব ভালো ক্রিকেটার, তার পরিসংখ্যানের পাল্লাটাও অনেক ভারি। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ক্লাসের দুষ্টু ছেলের সঙ্গে তুলনা করা যায়। কেননা দুষ্টু ছেলে মনিটর হলে সে ক্লাস সামলে নিবেই। আর আমিও দেখতে মুখিয়ে আছি সাকিব বাংলাদেশের ক্রিকেটকে কতটুকু এগিয়ে নিয়ে যায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০০ হাজার রানের পাশাপাশি ১০০ এর ওপর উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব। বিতর্ককে পেছনে রেখে এ অলরাউন্ডারের অধীনে বদলে যাওয়া বাংলাদেশকে দেখার অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমী সমর্থকরা।

/এসএইচ

Exit mobile version