Site icon Jamuna Television

পবিত্র জুমাতুল বিদা পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজান মাসের শেষ শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

জুমার নামাজ আদায় করতে আগেভাগেই মসজিদগুলোতে জড়ো হন মুসল্লিরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ পাড়া মহল্লার মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা যায়। জায়গা না পেয়ে অনেকেই মসজিদের বাইরে রাস্তায় নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়।

Exit mobile version