Site icon Jamuna Television

পারফর্ম করতে না পারলে দলে জায়গা হবে না: সাকিবের হুঁশিয়ারি

ফাইল ছবি।

এশিয়া কাপের চলতি আসরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররা। যদিও শেষ দুই আসরের রানার্সআপ হিসেবেই এবারের এশিয়া কাপ খেলতে গিয়েছিল সাকিব আল হাসানের দল।

এশিয়া কাপ থেকে ছিটকে গিয়ে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছেন সাকিব আল হাসান। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজেও সবার পারফরমেন্স দেখে কারা চাপের মুখে দলের প্রয়োজনের সময় পারফর্ম করতে পারেন সেটি বুঝে নেবেন টাইগার সেনাপতি। যারা ব্যর্থ হবেন তাদের দলে জায়গা হবে না, এমন হুঁশিয়ারি বিশ্বসেরা অলরাউন্ডারের।

সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে আমাদের কটা ম্যাচ আছে। এগুলো অনেক সাহায্য করবে। এটা আমাদের জন্য চোখ খুলে দেয়ার মতো ব্যাপার যে, পেসাররা চাপের সময় কেমন বোলিং করে।

তিনি আরও যোগ করেন, এই ধরনের পিচে, পেসারদের ১২ ওভার বোলিং করতে হবে। আমি বলছি না, ১২ ওভার করতেই হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ৩ পেসারের কাছ থেকে ১২ ওভার প্রত্যাশিত থাকবে। অন্তত ভালো ১০ ওভার প্রত্যাশা করবেন। অন্যান্য দেশগুলো হয়তো ১৪-১৫ ওভার পর্যন্ত প্রত্যাশা করে পেসারদের কাছ থেকে। সেখান থেকে আমরা ১০-১২ ওভার প্রত্যাশা করছি। আর এটা পেস বোলারদের ডেলিভার করতেই হবে। যারা ডেলিভার করতে পারবে, তারা থাকবে। যারা পারবে না, আসলে তারা থাকবে না। খুবই সহজ হিসাব এখানে।

/এমএন

Exit mobile version