Site icon Jamuna Television

বাড্ডায় নামাজ শেষে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

রাজধানীর  উত্তর বাড্ডা আলীর মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (১৫ জুন) দুপুরে জুমার নামাজের পর বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরহাদ আলী নামাজ শেষে মসজিদ থেকে বের হলে তার মাথায় ও বুকে দুটি গুলি করা হয়।

বাড্ডা জোনের এসি আশরাফুল করিম  বলেন, জুমার নামাজ শেষে ফরহাদ আলী মসজিদ থেকে বের হচ্ছিলেন। তখনই গুলির ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও বুকে গুলি লাগে।

বাড্ডা এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে গত এপ্রিল মাসে নিহত হয়েছিলেন আওয়ামী লীগের আরেক সমর্থক।

 

Exit mobile version